নোয়াপাড়ায় নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে স্থানীয়দের মানববন্ধন

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটিপাড়া, মুকারদিঘী পাড়া, পলোয়ানপাড়া, সিকদারবাড়ীর বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙতে ভাঙতে নদীর দক্ষিণ প্রান্তে বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের বিজড়িত মহাসড়কের একেবারে কাছে চলে এসেছে। ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেয়ার দাবিতে বহু জনতা মানববন্ধন করেছেন।

গতকাল শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মানববন্ধন চলে বেলা ১২টা পর্যন্ত। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাইন্নেঘাটা এলাকায় মানববন্ধনে দাবি আদায়ের স্লোগান সংবলিত নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্থানীয় এলাকার নারীপুরুষসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, কর্ণফুলী নদীর অকাল ভাঙনে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া, সিকদারবাড়ী, ঝিকুটিপাড়া ও মুকারদিঘীপাড়ার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়িঘর কয়েকবার নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আরো শত শত বসতবাড়ি।এমতাবস্থায় টেকসই বেড়িবাধ নির্মাণ ছাড়া আর কোন বিকল্প নেই। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী সিকদার বলেন, নদীর ভাঙ্গন রোধে সরকার অতি তাড়াতাড়ি টেকসই বেড়িবাধ নির্মাণ না করলে অচিরেই বিলিন হবে স্থানীয় এই এলাকা। এতে আরও বক্তব্য রাখেন ডাক্তার লক্ষণ, সেলিম সিকদার, কৃষক ইদ্রিস, কালু, আযিম, প্রবাসী জাহেদ, মন্নান, মানিক সিকদার, উজ্জল দাশ, আকবর, রূপণ দাশ, রুবেল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে ধ্বংস করার জন্য অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে
পরবর্তী নিবন্ধজমিদারপাড়া বসুন্ধরা সমাজকল্যাণ যুব সংগঠনের যুগপূতি উৎসব