হাটহাজারীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যার দিকে র্যাব–৭ তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার বিকেলের দিকে উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. খাইরুল ইসলাম জিহান (২৯), আজিম উদ্দিন মিজান (৩০) ও অপি দাশ (২৪)।
র্যাব সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার একটি বিল্ডিংয়ের পেছনে পাকা রাস্তার উপর অবৈধভাবে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে র্যাব–৭ এর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারিরা কৌশলে পালানোর সময় র্যাব সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। তাদের দেহ তল্লাশি করে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে ৫টি পলিজার প্যাকেটে মোড়ানো সর্বমোট ৪৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।