পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ১০ম বিশেষ সাধারণ সভা

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:১৯ পূর্বাহ্ণ

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ১০ম বিশেষ সাধারণ সভা গতকাল ১১ জানুয়ারি সকালে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক কাজী মোঃ আনোয়ারুল হাকিম, অনুপম বড়ুয়া, মোঃ জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম খান, কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবদুস সোবহান, সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভায় কোম্পানি আইন ১৯৯৪ (২য় সংশোধন ২০২০) অনুসারে নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে কোম্পানির নাম পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিবর্তে পদ্মা অয়েল পিএলসি. করার বিশেষ প্রস্তাব শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখতিবেরহাট আদর্শ সমাজ কমিটির সভা
পরবর্তী নিবন্ধনজীর ভান্ডার দরবারের ওরশ কাল