ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসার এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ.) এর অবদান বিস্ময়কর। তাঁর সুমহান চরিত্র, সদাচরণ ইসলাম ধর্মের বিকাশে অসামান্য ভূমিকা রাখে। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি মানবসেবায়ও ব্রত ছিলেন হযরত খাজা গরিবে নেওয়াজ (রহ.)। চট্টগ্রামের আল আমিন বারীয়া দরবার শরীফে হযরত খাজা গরিবে নেওয়াজের (রহ.) উরশ উপলক্ষে মাহফিলে আল আমিন বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সূফি ছৈয়দ বদরুদ্দোজা বারী (মাঃজিঃআঃ) উপরোক্ত বক্তব্য রাখেন।
গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত মাহফিলে মুখ্য আলোচক ছিলেন শাহজাদা আল্লামা ছৈয়দ মুহাম্মদ দস্তগীর বারী। উপস্থিত ছিলেন শাহজাদা ছৈয়দ মুহাম্মদ আমীর খসরু বারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ হাসান বারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জুনায়েদ বারী, আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ ড. ইসমাইল নোমানী, আল্লামা জয়নাল আবেদীন আল কাদেরী, আল্লামা মুহাম্মদ মহিউদ্দীন আল কাদেরী, আল্লামা মোরশেদুল হক আল কাদেরী প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।