গত ৫ জানুয়ারি ছিল সুকুমার বড়ুয়ার জন্মদিন। বৈচিত্র্যময় ছড়া নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কালজয়ী ছড়া লেখক সুকুমার বড়ুয়া। প্রতিবছর এ দিনটিকে ‘জাতীয় ছড়া দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ বলেন, সুকুমার বড়ুয়া বাংলাদেশের ছড়া সাহিত্যের জীবন্ত কিংবদন্তি। তাঁর প্রায় প্রতিটি ছড়াই আকর্ষণীয় ও স্বতঃস্ফূর্ত। বিষয়ের অভিনবত্বে ও প্রকাশভঙ্গিও সাবলীলতায় তিনি এখনো অপ্রতিদ্বন্ধী। ছড়া সাহিত্যিক মালেক মাহমুদ বলেন, সহজ বাক্যের সরলধ্বনি যা ছন্দতালের রচনা হয় তাই ছড়া। সেই ছড়া যাঁরা রচনা করে লিখিত রূপ দেয় তাঁরাই ছড়াসাহিত্যিক। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির আয়োজনে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘জাতীয় ছড়া দিবস’। উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিশু বাচিক শিল্পীদের সুকুমার বড়ুয়ার ছড়া আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধন করেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমাদের ধরা ছড়া দিয়ে গড়া, আমার মায়ের মুখের কথা ছড়ার মাধ্যমে শুনেছি। রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের বিষয় ছিল ‘আমাদের ছড়াসাহিত্যের অগ্রগতি’। প্রবন্ধ শিশুসাহিত্যিক অরুণ শীল। আলোচক ছিলেন শিশুসাহিত্যিক জসীম মেহবুব, গল্পকার বিপুল বড়ুয়া এবং কবি আজিজ রাহমান। সময় বাড়ার সাথে সাথে মিলনায়তনে দর্শক শ্রোতা ও বাড়াতে থাকে। মিলনায়তনে ছিল উপচেপড়া ভিড়। অনেককে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি, ছড়া পাঠে অংশগ্রহণ প্রায় দুইশ লেখক। বক্তারা বলেন, বাংলাদেশের ছড়া এখন অনেক বেশি সমৃদ্ধ। ছড়ার জনপ্রিয়তা আকাশচুম্বী প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকায় ছড়া প্রকাশিত হচ্ছে। দীর্ঘ পাঁচ ঘন্টাব্যাপী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। ‘জয় হোক ছড়া সাহিত্যের’।