মহেশখালী–কক্সবাজার নৌ–রুটের মহেশখালী চ্যানেলে যাত্রীবাহী দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে একটি ডুবে গেছে। এ সময় চালকসহ ১১ যাত্রী পানিতে পড়ে যায়। একই রুটে যাতায়াতকারী অন্যান্য স্পিড বোটের চালকরা তাৎক্ষণিক এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। এ সময় মহেশখালীর কুতুবজোমের এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মহেশখালী–কক্সবাজার চ্যানেলের বাঁকখালী মোহনায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্ল্যাহ।
ইউএনও বলেন, স্পিড বোট দুর্ঘটনায় একজন আহত হয়েছে শুনেছি। তবে কী কারণে দুর্ঘটনা হয়েছে সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।