চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ১১ মামলার আসামি নূর নবী (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন দুলালাবাদ ৩নং রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ময়লার স্তুপের নিচে লুকানো পলিথিন মোড়ানো ০১টি দেশিয় তৈরী পাইপগান (এলজি) উদ্ধার করা হয়।
গ্রেফতার নূর নবী আকবরশাহ থানাধীন ০২নং রেলওয়ে কোয়ার্টার স্ক্র্যাপ কলোনির আব্দুল লতিফের ছেলে। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলেও জানান পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ।