সীতাকুণ্ডে ৩০০ বস্তা টিএসপি সারসহ চারজন পুলিশের হাতে ধরা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৬:২১ অপরাহ্ণ

সীতাকুণ্ডে পাচারকালে বড়দারোগারহাট এলাকার মহাসড়ক থেকে ৩০০ বস্তা টিএসপি সারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ২টায় পুলিশ উপজেলাধীন মহাসড়ক থেকে সারগুলো জব্দ করার পর বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় সার পাচারে জড়িত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানা পুলিশ।

এদিকে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে একটি ট্রাকে ৩০০ বস্তা সার নিয়ে চারজন ব্যক্তি চট্টগ্রাম খেকে নীলফামারী যাচ্ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে বড়দারোগারহাট ওজন নির্ণায়ক স্কেল এলাকা থেকে ট্রাকটিকে আটক করে।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় সারগুলো নীলফামারী নিয়ে যাচ্ছে তারা। সবগুলো সার তাদের দাবি করলেও কিন্তু তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি।

শেষে এ বিষয়ে সীতাকুণ্ড থানার এএসআই আতিকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাদেরকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তারকৃত চার যুবক হলো দিনাজপুরের রবিউল (৩০), সাজ (৩৪), রাকিবুল (৩২) এবং চট্টগ্রাম পটিয়ার খলিল (৩২)।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান ও সেকেন্ড অফিসার মোঃ জাফর জানান, চট্টগ্রাম থেকে
পাচারকারীরা ৩০০ বস্তা টিএসপি সার নিয়ে নীলফামারীতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট স্কেল থেকে আমরা গাড়ি ও সারসহ চার যুবককে আটক করি।

এসব সার যে তারা কিনেছেন সে নথিপত্র চাইলে তারা দেখাতে পারেনি। পরে মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার করি আমরা। এসব সার তারা কোথা থেকে পেলেন সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু