চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার

| শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৬:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম মো. শাহরিয়ার রিফাত (২৮)। তিনি ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড খ-ইউনিটের সদস্য।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১ টার দিকে পাহাড়তলী থানাধীন কুটুমবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহরিয়ার পাহাড়তলী সরাইপাড়া এলাকার হাজী ক্যাম্পের পশ্চিম পাশে আব্দুল গণি রোডের নুরুন্নবীর বাড়ি মৃত হাবিব আহমদের ছেলে।

রিফাতের বিরুদ্ধে পাহাড়তলী থানায় বিস্ফোরক আইনের ৩/৪ ধারার অধীনে মামলা রয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।

পূর্ববর্তী নিবন্ধসিইপিজেডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৩০০ বস্তা টিএসপি সারসহ চারজন পুলিশের হাতে ধরা