হাটহাজারীতে গভীররাতে গৃহবধূর আত্মহত্যা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে শ্বশুরবাড়ীর বসতঘর থেকে দুই সন্তানের জননী মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ মৌলভী পাড়ার নিহতের বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। মরিয়ম বেগম ওই এলাকার ছিদ্দিক আহমদ বাড়ীর পাইপ মিস্ত্রি নূর উদ্দীনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গভীররাতে মরিয়ম বেগম পরিবারের সকলের অগোচরে তার শয়নকক্ষের বিমের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় নিচে নামান। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ থানায় নিয়ে আসে।

নিহতের ছোট ভাই আবুল কালাম জানান, রাগের মাথায় আমার বোন এ ঘটনাটি ঘটিয়েছে। ছোটকাল থেকে সে একটু বেশি রাগী ছিল। আবদুল্লাহ আল নোমান () ও আদনান () নামের তার দুই অবুঝ সন্তান চিরতরে মা হারা হয়ে গেল।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক ছানোয়ার হোসেন জানান, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। শুক্রবার সকালের দিকে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রাম একাডেমির সদস্য প্রতিনিধি নির্বাচন
পরবর্তী নিবন্ধঅনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সভা আজ