পাহাড়তলীতে ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

পাহাড়তলী থানাধীন ৩ নম্বর রেল গেটের পশ্চিম পাশে সেন্টুর গ্যারেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ মো. ফয়সাল চৌধুরী ইমন (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. ফয়সাল চৌধুরী ইমন নগরীর পাহাড়তলী থানা এলাকার কলেজ রোড ফইল্যাতলী বাজার এলাকার বাঁচা মিয়া চৌধুরী বাড়ির মো. দিদারের ছেলে।

পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আগেও নগরীর বিভিন্ন থানায় ৮টির অধিক মামলা রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা কাজী নাজমুদ্দীন ফারুকী
পরবর্তী নিবন্ধআজ চট্টগ্রাম একাডেমির সদস্য প্রতিনিধি নির্বাচন