মায়োর্কাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল ৩–০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। আগামী ১৩ জানুয়ারি রাত ১টায় ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে বার্সেলোনা ২–০ গোলে হারিয়েছিলো অ্যাথলেটিক ক্লাবকে। সৌদি আরবে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে তিন গোল করে জয়ী হয়ে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচের ৬৩মিনিটে ভিনিসিাসের কাছ থেকে বল পেয়ে গোলমুখে হেডে করেছিলেন রদ্রিগো। সেটি মায়োর্কার পোস্টে লেগে ফিরে আসে। এরপর এমবাপ্পের ফিরতি শট ফিরিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ফিরে আসা বলে দারুণ শটে জুড বেলিংহ্যাম গোল করলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। নির্ধারিত ৯০ মিনিট শেষে ১–০ গোলে ম্যাচ শেষ করার পথে ছিলো রিয়াল। তবে অতিরিক্ত সময়ে অর্থাৎ ৯২ মিনিটে মায়োর্কার আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে রিয়াল। ৩ মিনিট পর তৃতীয় গোল পায় রিয়াল। ডান দিক থেকে ভাসকুজের ক্রস থেকে বল পেয়ে বল জালে পাঠান রদ্রিগো। এই গোল করে নিজের জন্মদিনের আনন্দে মেতে উঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। শেষ পর্যন্ত ৩–০ গোলের হয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। ফাইনাল জিতলেই, বার্সেলোনার রেকর্ড স্পর্শ করবে রিয়াল। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। রিয়াল জিতেছে ১৩ বার।