চট্টগ্রাম জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

| শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের নারী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় প্রশিক্ষার্থীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, একজন মানুষের কর্মদক্ষতা যত উন্নত, তার কর্মক্ষেত্রের পরিধি তত প্রশস্ত। অর্থাৎ কর্মদক্ষতা থাকলে কাজের অভাব হয় না। বহুমুখী কর্মদক্ষতার মধ্যে বর্তমান কারিগরি দক্ষতার চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আত্মনির্ভরশীল হতে পুরুষের পাশাপাশি নারীদেরও উদ্যোগী হতে হবে। আত্মনির্ভরশীল নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে জেলা পরিষদ তার অংশ হিসেবে জেলার অনগ্রসর নারী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, সিএ টু সিইও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, উচ্চমান সহকারী মোহাম্মদ আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মোহাম্মদ মিজানুর রহমান, পিএ টু প্রশাসক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরীসহ জেলা পরিষদের কর্মকর্তাকর্মচারী, প্রশিক্ষানার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদি গোষ্ঠীর প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের বিজ্ঞানমুখী মানবিক সৎ ও নৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে