চট্টগ্রামে বেশ কয়েকটি উপজেলায় ভয়াবহ বন্যার কারণে এবার আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে চট্টগ্রাম জেলা জুড়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি আমন ফসলের। এবার চট্টগ্রামে রোপণকৃত ১ লাখ ৭৩ হাজার ৫৬২ হেক্টর আমনের জমি থেকে ৭ লাখ ৯৩ হাজার ৫৫৭ মেট্রিক টন ধান উৎপাদন ও ৫ লাখ ২৯ হাজার ৩৮৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কিন্তু সেই টার্গেট পূরণ হয়নি।
জানা গেছে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বছর জেলায় যে পরিমাণ জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল; সেই পরিমাণ জমিতে আমন চাষ হয়নি বন্যার কারণে। গত আগস্ট মাসে চট্টগ্রামে বিশেষ করে মীরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুন্ড, রাউজান, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলায় আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছিল। যার প্রভাব পড়েছে এবারের আমন উৎপাদনে। ফলে এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধান উৎপাদন হয়নি বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. ওমর ফারুক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার বন্যার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষ করা সম্ভব হয়নি। রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছিল। যার ফলে চট্টগ্রামে এবার আমনের চাষ হয়েছিল ১ লাখ ৭৩ হাজার ৫৬২ হেক্টর জমিতে।
এই ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ ওমর ফারুক আজাদীকে বলেন, চট্টগ্রামে বেশ কয়েকটি উপজেলায় ভয়াবহ বন্যার কারণে আমন ফসলের ক্ষতি হওয়ায় এবার আমনের লক্ষ্যমাত্র অর্জিত হবে না। এবার চট্টগ্রামে ৭ লাখ ৯৩ হাজার ৫৫৭ মেট্রিক টন ধান থেকে ৫ লাখ ২৯ হাজার ৩৮৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু সেটা হয়নি। এবার বন্যার কারণে বিলম্বে রোপণের ফলে ৪ শতাংশ জমিতে আমন চাষ হয়নি; এছাড়াও যে পরিমাণ জমিতে চাষ হয়েছে সেখানেও বন্যায় ক্ষতি হয়েছে। এসব কারণে এবার আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আমরা যে পরিমাণ ধান ও চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম সেটা হবে না। এবার আমরা চট্টগ্রামে ১ লাখ ৭৯ হাজার ৯৪০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। কিন্তু বন্যার কারণে আমনের চাষ হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৬২ হেক্টর জমিতে। মোট লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ জমিতে। কিন্তু যে পরিমাণ জমিতে চাষ হয়েছে সেখানেও বন্যার কিছুটা প্রভাব পড়েছে। ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রাও এবার অর্জিত হবে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. ওমর ফারুক বলেন, এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ৫৭ হাজার ৯৪১ হেক্টর জমি থেকে আমন ধান কাটা হয়েছে।