বাইকের পিছনে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে শিশুর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৪:২৪ পূর্বাহ্ণ

দাওয়াত শেষে দুই ছেলেকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন নাজিম উদ্দিন। মোটরসাইকেলে করে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির এক ট্রাক। বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। ঘাতক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নাজিমের ছেলে মোহাম্মদ তাহমিদ (১২)। আহত হন নাজিমসহ তার অপর ছেলে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ পটিয়া উপজেলার কৈয়গ্রামের হাজি পাড়ার শেখ আবদুল্লাহর বাড়ির নাজিম উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৈয়গ্রাম রাস্তার মোড়ে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক নিহত তাহমিদদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় তাহমিদ মাথায় প্রচন্ড আঘাত পায় এবং তার ঘাড়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নাজিম ও তার অপর ছেলে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মো. আরিফ নামে স্থানীয় এক যুবক।

কর্ণফুলী থানার এসআই আবদুল গফুর জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহতের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধমামলা দায়ের, র‌্যাব হেফাজতে ২ জন
পরবর্তী নিবন্ধবই মানুষের জানার পরিধি বাড়িয়ে দেয় : এম এ মালেক