নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার ফোর এইচ ফ্যাশনের সামনে থেকে মো. বোরহান নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মো. বোরহান চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফাইভ স্টার ও এইট মার্ডারের আাসামি দুবাই সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং ট্রিপল মার্ডারের পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী বুড়ির নাতি সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত। আসামি বোরহানের নেতৃত্বে ইতোপূর্বে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী আসামি ইমন ও বেলালসহ তাদের সহযোগীরা গত ৫ জানুয়ারি অঙিজেন কেডিএস গার্মেন্টসের জুটবাহী গাড়ি ফ্যাক্টরি হতে বাহির হওয়ার পর অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলি করে গাড়ি থেকে জুট নামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চাঁদা দাবি করে। আসামি বোরহান, ইমন ও বেলাল অস্ত্রধারী চাঁদাবাজ ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তারা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে মর্মে জানা যায়।