রাঙ্গুনিয়ায় আহমদিয়া হালিম শাহ (রা.) সুন্নিয়া মাদ্রাসায় বই বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর হালিমপুর বাইশ্যের ডেবা এলাকায় প্রতিষ্ঠিত রাঙ্গুনিয়া আহমদিয়া হালিম শাহ (রাঃ) সুন্নিয়া মাদ্রাসার উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এম এ জলিল। প্রধান অতিথি ছিলেন সুন্নি নুরানী বোর্ডের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ জুবাইর রজভী। উদ্বোধক ছিলেন রানিরহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী। শিক্ষক মাওলানা রাহাত উল্লাহ কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা আদনান হোসাইন, মাওলানা হারুনুর রশিদ, নুরুল বশর বাাহাদুর, মাওলানা আনোয়ার হোসাইন, ইলিয়াছ চৌধুরী, জসিম উদ্দিন লিটন, মাওলানা সাইদুল হক, মাওলানা আবদুল খালেক, তাওহিদুল ইসলাম কাদেরী, ছাত্রসেনা সভাপতি জয়নাল আবেদিন, সৈয়দ শহিদুল ইসলাম কাদেরী, মাওলানা জুবাইর, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আবদুর রশিদ, মাওলানা ইয়াছিন আরাফাত, মাওলানা আবু তৈয়ব, ওবায়দুল হক, জমির উদ্দিন, মো. জমির উদ্দিন, আহমেদ মোস্তফা নিরু, ইবরাহিম রেজা মামুন, রুহুল আমিন, সৈয়দ সিরাজুল বশর, সাহাব মিয়া, ওয়াকিল আহমদ বাঙ্গাল, মো. জিসান, মো. শিপন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় নবী (দ.) ও আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসাই ঈমানের দাবি
পরবর্তী নিবন্ধঅটোমেশনের আওতায় সিভাসুর পিআরটিসি ল্যাবরেটরি সেবা কার্যক্রম