ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডে প্রায় ৪ কোটি ৮৫ লক্ষ টাকার ৩টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিরহাট পৌর প্রশাসক মোঃ মেজবাহ উদ্দিন এসব কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের প্রকল্পগুলো হল ০৫নং ওয়ার্ডস্থ ছতুল্লা ব্রীজ নির্মাণ, যার চুক্তিমূল্য ২ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার টাকা, ০৫নং ওয়ার্ডস্থ ধুরুং–দৌলতপুর সড়ক, চুক্তিমূল্য ৬৩ লাখ ৭৪ হাজার টাকা ও ০৪নং ওয়ার্ডস্থ আনোয়ার আলী চৌধুরী সড়ক চুক্তিমূল্য ১ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার টাকা। এ সময় পৌর কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল শহিদ ভুঁইয়া, উক্ত সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়াসহ স্থানীয় এলাকাবাসীগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।