চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭.৩৯ কোটি টাকা। ১,৪০৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১৩.৬৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০.৩৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৫৯.৯১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৬৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.৮৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৩২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৩.০৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৯.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৬৯.৫৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৪,০১৫.৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৬৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮২ টির, দাম কমেছে ১০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।