জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগের ম্যাচ কাল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় খেলা আগামীকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টিটোয়েন্টি এই ম্যাচে চট্টগ্রাম বিভাগের নামী দামি ক্রিকেটাররা অংশ গ্রহণ করবে। লাল দল এবং সবুজ দল এই দুই দলে ভাগ হয়ে খেলবে দল দুটি। আর এই ম্যাচের বিজয়ী দল খেলবে ঢাকায় চূড়ান্ত পর্বে। এরই মধ্যে ম্যাচটির জন্য দল গঠন করা হয়েছে। এই ম্যাচকে ঘিরে দিন ব্যাপি কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সকাল ১০টায় জাসাস এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে ম্যাচের উদ্বোধন করা হবে। আর ম্যাচটি শুরু হবে বেলা ১২ টায়। এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মশিউল আলম স্বপন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে এদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত হয়। শুধু তাই নয় তার আমলেই সারা দেশে মিনি স্টেডিয়াম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৯৯১ সালে এবং ২০০১ সালে যখন বেগম খালেদা জিয়ার সরকার ছিল তখনো খেলাধুলার মান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গত ১৬ বছরে দেশের খেলাধুলাকে রাজনীতিকিকরণ করে দলীয়করণ করা হয়। ফলে দিন দিন খেলাধুলার মান নিচে নেমে গেছে। তাই বিএনপি এখন চেষ্টা করছে খেলাধুলার আগের সেই জৌলুশ ফিরিয়ে আনতে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর মিডিয়া উপকমিটির আহবায়ক আর ইউ চৌধুরী শাহিন।

এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল আলম, শাহ আলম, প্রচার উপকমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি। এছাড়া উপস্থিত ছিলেন সার্বিক ব্যবস্থপনা কমিটির সদস্য জয়নাল আবেদন জিয়া, আলহাজ্ব সালাউদ্দিন, কামরুল ইসলাম, তৌহিদুল ইসলাম নিশাদ, আব্দুল হালিম স্বপন, আমিনুল ইসলাম, বিপ্লব পার্থ, ফজলুল হক সুমন, নুর জাহেদ বাবলু।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকে তামিম
পরবর্তী নিবন্ধবইমেলায় আসছে অর্ণবের বই