শিক্ষক–শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে সাড়া জাগিয়ে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। জ্ঞান বিতরণের পাশাপাশি জ্ঞান সৃজনে মার্কেটিং বিভাগের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গণচীন, ভারত ও বাংলাদেশের ৭৫ জন গবেষক তাদের মৌলিক গবেষণাকর্ম উপস্থাপন করেন। তারা ১৫টি ট্র্যাকে তাদের গবেষণালদ্ধ ফলাফল প্রকাশ করেছেন।
ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি ভেন্যুতে সবগুলো বিজনেস সেশন অনুষ্ঠিত হয়েছে। প্লেনারি সেশন অনুষদের লেকচার গ্যালারিতে গত বুধবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং সম্মানিত অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির উপস্থিত ছিলেন।
কি–নোট স্পিকার হিসেবে এতে চারটি বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের দশিশা ইউনিভার্সিটির প্রফেসর ফিলিপ সুুগাই, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের প্রফেসর আতাউর বেলাল, ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটি অব ইকোনমিঙ এন্ড বিজনেসের হেড অব মার্কেটিং ড. দাও ক্যাম থুই ও র্যাংকনের সিইও তানভির শাহরিয়ার রিমন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা আগত গবেষক ও অতিথিদের ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।