মমতার পিঠাপুলির উৎসব

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন মমতা’র উদ্যোগে নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে “শীতকালীন পিঠা উৎসব ও পুরষ্কার বিতরণী” গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। “শীতকালীন পিঠা উৎসব” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। সম্মানিত অতিথি ছিলেন সদস্য প্রাক্তন লায়ন্স গভর্নর এমডিএম মহিউদ্দিন চৌধুরী। পিঠা উৎসব উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ। পিঠা উৎসবের আলোচনায় বক্তারা বাঙালি ঐতিহ্যে পিঠাপুলির গুরুত্ব তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন মমতা’র কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর পূরবী দাশ গুপ্তা, উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পিঠা উৎসবের আহ্বায়ক ও পরিচালক তৌহিদ আহমেদ, ইকবাল আল মাহামুদ প্রমুখ। উপস্থিত ছিলেন শাহাজাদী রফিক, লায়ন ডা. জাকির হোসেন সহ অন্যান্যরা। পিঠাপুলির উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মমতার বিভিন্ন বিভাগ সমূহের কর্মকর্তাকর্মীবৃন্দ। আলোচনার শেষে পিঠা উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী টীমসমুহের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন কোহিনুর কামাল বলেন, আমাদের দেশীয় ঐতিহ্যের চর্চাসহ বাঙ্গালী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠাপুলি। এই পিঠা উৎসবের আয়োজনের মাধ্যমে মমতা একটি সুন্দর সাংস্কৃতিক চর্চা বজায় রাখছে যা সত্যিকার অর্থেই প্রশংসনীয়।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচবি মার্কেটিং বিভাগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন