ছেলের চিকিৎসা করাতে গিয়ে লাশ হলেন পরিবারের চারজন

অ্যাম্বুলেন্স দুর্ঘটনা

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

দুই বছর ধরে থ্যালাসেমিয়ায় ভুগছিলেন নবম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী মোহাইমিন ইসলাম ফুয়াদ। দেহে নতুন রক্ত তৈরি না হওয়ায় রুগ্নতা বাড়ছিল। কিন্তু ফুয়াদের ছিল বাঁচার আকুতি। টাঙ্গাইল জেলা শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা করিয়ে ফল না পেয়ে উন্নত চিকিৎসা করানোর ছেলেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলের ফারুক হোসেন ও মহসিনা সিদ্দিকী দম্পতি।

পথে গত বুধবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকার সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকাআরিচা মহাসড়কে পেছন থেকে দুটি বাস ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে পরিবারটির চারজন মারা যান।

পূর্ববর্তী নিবন্ধদরবার-এ বারীয়ায় গরীবে নেওয়াজের ওরশে বক্তারা নবীয়ে পাকের (দ.) শান-মান প্রকাশ করা রেসালতের অনুসারীদেরই মানায়
পরবর্তী নিবন্ধআগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ : শাহজাহান চৌধুরী