বহদ্দারহাট কাঁচাবাজার সড়কটি সংস্কার চাই

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম ব্যস্ততম স্পট বহদ্দারহাটের কাঁচাবাজার সংলগ্ন সড়কটি বহুদিন যাবত জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত স্কুল/মাদ্রাসা কলেজ পড়ুয়া শত শত কোমলমতি শিক্ষার্থীদের চলাফেরা করতে হয়। তাছাড়াও মহাসড়ক সংলগ্ন হওয়ায় এই পথটি বহুল ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু পরিতাপ এই, এই সড়কটি অজপাড়া গাঁয়ের কাঁচা সড়কের মত বেহাল দশায় পর্যবসিত হয়েছে। বর্ষাকালে এক বুক পর্যন্ত পানি উঠে গিয়ে এই পথে ভয়ংকর জলাবদ্ধতার সৃষ্টি হয়। অদূরবর্তী দুটো কালভার্ট থাকার ফলে নালানর্দমার সমস্ত দূষিত, নোংরা পানি মিশে একাকার হয়ে পড়ে। যার ফলে এই এলাকার বাসিন্দারা ও পথচারীরা ভীষণ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এই সড়কটির খাদগুলো মরণফাঁদে পরিণত হয় বর্ষার মৌসুমে। বর্ষাকাল ছাড়াও অন্যান্য ঋতুতেও এই পথে কারণে অকারণে পানি জমে থাকে খুব বাজে অবস্থায়। বহদ্দারহাট থাকার সুবাদে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত এই সড়কটি কোনো ধরনের সংস্কার বা মেরামত হতে দেখিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও সিটি মেয়রের প্রতি জোর অনুরোধ, এই সড়কটি পরিপূর্ণ পিচঢালা মেরামত ও সংস্কার করে জলাবদ্ধতা নিরসন ও পথচারীদের কষ্ট লাঘব করুন। শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও সুস্থতার সাথে ক্লাস/পরীক্ষায় যথাযথ সময়ে উপস্থিত হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে অতিদ্রুত বহদ্দারহাট কাঁচাবাজার সড়কটি সংস্কার করার দাবি জানাচ্ছি।

মুনতাসির রায়হান ফারুকী

শিক্ষার্থী,

অনার্স চতুর্থ বর্ষ, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধবিচারপতি হাবিবুর রহমান : বহুমাত্রিক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধগ্রামকে ভালোবাসুন আপন পরশে