এবং তাঁর সম্প্রদায়ের কোন উত্তরই ছিলো না, কিন্তু এ কথাই বলা যে, তাদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও! এসব লোক তো পবিত্রতা চায়।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭ :৮২) সূরা আল–আ’রাফ।
হত্যাকারীর ফরজ নফল কোন এবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না।
– আল–হাদিস (তিরমিজী)
যে দীর্ঘসময় ঘুমাতে পারে, সেই সবচেয়ে সুখি।
– এ.ই হাউসম্যান।