চট্টগ্রাম নগর পুলিশের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী মোহাম্মদ বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল ফোরএইচ গ্রুপের একটি কারখানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
পুলিশ জানায়, গত বছরের ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় সাজ্জাদ। তার গুলিতে পুলিশের দুই সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বোরহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বোরহান শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী। আশা করছি শিগগিরই মোস্ট ওয়ান্টেড ছোট সাজ্জাদকেও আমরা ধরতে পারবো।