পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতংয়ে গলায় ফাঁস লাগিয়ে মোহাম্মদ আলী বাড়িতে মায়মুনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম নয়াপাড়া এ ঘটনা ঘটে। মায়মুনা নয়াপাড়ার মোহাম্মদ আলী ছেলে মো. নুরুল আমিনের স্ত্রী।
ঘটনাস্থলে থাকা ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে।
লামা থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। রাতে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে।