চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে পুরো রাতজুড়ে অব্যাহত রয়েছে মাটি খেকোদের তাণ্ডব। রাতের প্রথম প্রহর থেকে ভোরের আলো ফুটবার পূর্ব মুহুর্ত পর্যন্ত ফসলি জমির টপসয়েল কেটে ইট ভাটায় বিক্রি করছে মাটি খেকোরা।
প্রতিরাতেই মাটি খেকোদের এসব কর্মকাণ্ডের সূত্র ধরে মাটি খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করার পাশাপাশি ১টি স্কেভেটর ও ১টি ডাম্পার জব্দ করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) থেকে সোমবার (৬ জানুয়ারি) পর্যন্ত উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা এলাকায় এবং চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।
এ সময় চরম্বা ইউনিয়নের বিবিবিলা এলাকায় মাটি কাটার দায়ে চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ড, বিবিবিলা, নয়াপাড়ার আব্দুস ছবুরের পুত্র কামাল উদ্দিন (৪২) কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকায় অপর অভিযানে গেলে মাটি খেকোরা পালিয়ে যাওয়ায় ১টি স্কেভেটর ও ১টি ড্যাম্পার জব্দ করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান দৈনিক আজাদীকে বলেন, প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাটি খেকোদের অপতৎপরতার খবর পাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় রাতভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করার পাশাপাশি ১টি স্কেভেটর ও ১টি ড্যাম্পার জব্দ করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।