জাতিসংঘ পার্ক উদ্বোধন আজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

খুলে দেয়া হচ্ছে নগরের পাঁচলাইশ জাতিসংঘ পার্ক। আজ সকাল ১১টায় অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান পার্কটি উদ্বোধন করার কথা রয়েছে। ১২ কোটি ৬৫ লাখ টাকায় পার্কটি সংস্কার করে গণপূর্ত অধিদপ্তর।

জানা গেছে, গণঅভ্যুত্থানের স্মৃতি জাগরুক রাখতে সরকারি সিদ্ধান্তে পার্কটির নতুন নাম বদলে ‘জুলাই স্মৃতি উদ্যান’ রাখা হবে। নতুন করে নির্মিত এ পার্কে সবুজ প্রাধান্য পেয়েছে। এখানে রয়েছে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর ও প্রবেশপথ। হাঁটার জন্য ওয়াকওয়ে’সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হয়। নতুন করে নির্মিত পাকে রয়েছে বসার সিট, শিশুদের জন্য খেলাধুলার সরাঞ্জাম এবং শরীর চর্চার জন্য হরিজন্টাল বার ও মেটাল পারগোলা। আছে টয়লেট ব্লক, ড্রেন, ডাস্টবিন, কম্পউন্ড লাইট, স্ট্রিট লাইট, পাম্প মোটর, বজ্র নিরোধক। পার্কে লাঘানো হয় গাছ ও ঘাস।

সংশোধনী : গতকাল বৃহস্পতিবার দৈনিক আজাদীতে ‘উন্মুক্ত হচ্ছে জাতিসংঘ পার্ক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে পার্কটি শনিবার উদ্বোধন হবে বলে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে এটি উদ্বোধন হবে আজ শুক্রবার।

পূর্ববর্তী নিবন্ধদুবাই মিরাকল গার্ডেনের আদলে সাজানো হলো ডিসি পার্ক
পরবর্তী নিবন্ধবাড়ছে শীত, কষ্টে ভাসমান মানুষ