ইপিজেড থানাধীন ঐতিহ্যবাহী ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন কাঁচা বাজার মাঠে রহমাতুল্লা কারিমীয়া হিফজুল কুরআন মাদ্রাসা ও ইকরা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে হিফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ি প্রদান ও শিক্ষা প্রদর্শনী এবং বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় ও সিইপিজেড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আনোয়ারুল ও লেবার কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: আবুল হোসেন আরমানের যৌথ সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বন্দরটিলা দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: জিয়াউল হক নোমানী। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন আলী নগর আব্দুল জলিল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো: আব্দুল আজিজ রজবী।
এ সময় উদ্বোধক ছিলেন রহমাতুল্লাহ কারিমীয়া হিফজুল কুরআন মাদ্রাসার সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো: আবুল হোসেন নোমান। বিশেষ বক্তা ছিলেন আহমাদুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মো: আব্দুর রহিম, আনোয়ারা পশ্চিমচাল চৌধুরী জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা মো: ইলিয়াস আজম জালালী। এ সময় মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খ্যাতি সম্পন্ন ক্বারী মাওলানা মো: আতাউল্লা আজাদী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো: ঈসা জামালপুরী ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো: নেজাম উদ্দিনের সার্বিক সহযোগিতায় মাহফিলের কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাহফিলের অতিথিবৃন্দ হিফজ সম্পন্ন করা ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং তাদের অবিভাবকদের মাথায় টুপি ও তাসবি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।