আনোয়ারায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় মহান বিজয় দিবস ও বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরুমচড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ সভাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাঈন উদ্দীন ও মো. আবু শামা সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, আহ্বায়ক কমিটির সদস্য বদিউল আলম, মো. ইসহাক, আনোয়ার হোসেন, নুরুল আজিম, জসীম উদ্দীন, আবু তালেব, শাহাদাত হোসেন, মো. এনাম, মো. শাহেদ, মো. মহিম উদ্দীন, মো. এনাম, বিকাশ শীল প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. হুমায়ুন কবির চৌধুরী বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সফলভাবে সমাবেশ পালিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনের দাওয়াত সকল মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধইপিজেডে মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিল