চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠে শহীদ অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম আলিফ স্মরণে বার্ষিক আন্তঃ আইনজীবী ক্রীড়া প্রতিযোগীতার অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে মিনিবার ওয়ারিয়র্স ২–০ গোলে টিম কাচারী পাহাড়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। মিনিবার ওয়ারিয়র্সের সাদ্দাম হোসেন ২টি গোল করে। এবারের ফুটবল খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী (জুয়েল), পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম), সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিত ঘোষ, নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী, আয়শা আকতার সানজিসহ সমিতির সাবেক সভাপতি ও সাধারণসম্পাদকবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন। মাসব্যাপী ধরে চলতে থাকা খেলা পরিচালনায় ছিলেন সমিতির ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান।
সংক্ষিপ্ত বক্তব্য সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর অবকাশকালীন সময়ে অর্থাৎ ডিসেম্বর মাসে আইনজীবী সমিতি আউটডোর খেলার আয়োজন করে। উক্ত খেলা আইনজীবীদের পেশাগত ব্যস্ততার মাঝেও মন মানসিকতার বিকাশে গুরুর্ত্বপূর্ণ ভ’মিকা রাখে। আইনজীবীরা পেশাগত দায়িত্বের পাশাপশি মন মানসিকতা উন্নত রাখার জন্য প্রতিনিয়ত ক্রীড়া চর্চার সাথে সম্পৃক্ত হচ্ছে। শরীরের সুস্থতা এবং মনের বিকাশের জন্য ক্রীড়াঙ্গন তথা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলেই শরীর সুস্থ থাকে এবং প্রত্যেকটি কাজে সফলতা আসে। মাসব্যাপী খেলায় অংশগ্রহণে সমিতির বিজ্ঞ আইনজীবীদের মধ্যে এক সৌহাদ্যপূর্ণ সর্ম্পক গড়ে উঠে। সমিতির ক্রীড়ামোদী বিজ্ঞ আইনজীবীগণ স্বর্তস্ফুতভাবে উক্ত খেলায় অংশগ্রহণ করে যাচ্ছে।