সেঞ্চুরিয়ন টেস্টে ২১১ রানে অল আউট পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

মাত্র কদিন হরো দক্ষিন আফ্রিকাকে তাদের মাঠে প্রথমবারের মত হোয়াইট ওয়াশ করল কোন দল। আর সে দলটির নাম পাকিস্তান। কিন্তু ওয়ানডে সিরিজের সে ধারাবাহিকতা বজায় রাখতে পারলনা পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। গতকাল সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে মাত্র ২১১ রানে অল আউট হয়েছে পাকিস্তান। দক্ষিন আফ্রিকার পেসারদের সামনে মোটেও সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। দুই প্রোটিয়া পেসার ডেন পিটারসেন এবং করবিন বোসচ এর আগুনে পুড়ে ছারখার পাকিস্তান। এ দুজন নিয়েছেন ৯ উইকেট। টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তান ৩৬ রানে হারায় অধিনায়ক শান মাসুদকে। ১৭ রান করে ফিরেন মাসুদ। ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা আরেক ওপেনার সাইম আইয়ুবও ব্যর্থ হলেন। তিনি ফিরেছেন ১৪ রান করে। দুই টেস্টে দলের বাইরে থাকার পর ফেরাটাকে কাজে লাগাতে পারলেননা বাবর আজম। ফিরেছেন ৪ রান করে। সবশেষ ১৮ ইনিংসে কোন হাফ সেঞ্চুরি নেই তার। সবশেষ ২০২২ সালে সবশেষ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাবর। তারপরও বাবরের উপর আস্থা রেখেছিল পিসিবি। কিন্তু সেটাকে কাজে লাগাতে পারলেন না তিনি। কামরান গুলাম কিছুটা প্রতিরোধ গড়লেও পরের ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেনি। দলের বেশিরভাগ ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারলেও ২৮ এর উপর কারো ইনিংস নেই। কামরান গুলামের ৭১ বলে ৫৪ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ২৮ রান করেন আমের জামাল। বাকিদের মধ্যে সাউদ শাকিল ১৪, মোহাম্মদ রিজওয়ান ২৭, সালমান আগা ১৮, খুররম শেহজাদ ১১ এবং মোহাম্মদ আব্বাস করেন ১০ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৬১ রানে ৫ উইকেট নিয়েছেণ ডেন পিটারসন। ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন করবিন বোসচ। জবাবে ব্যাট করতে নামা স্বাগতিক দক্ষিন আফ্রিকার শুরুটাও ভাল হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ রান তুলতে ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এডেইন মার্করাম ১৩ রানে ব্যাট করছিলেন। পাকিস্তানের পক্ষে দুটি উইকেট নেন খুররম শাহজাদ।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর সমাজ গড়ার জন্য দরকার সাহিত্য-সংস্কৃতির নবজাগরণ
পরবর্তী নিবন্ধঅসি ওপেনার কনস্টাসের কোচ একজন বাংলাদেশি