২২ ডিসেম্বর রাতে প্রচণ্ড শীতে রাস্তার ধারে অসহায় দুঃস্থ মানুষের জন্য গরমের উষ্ণতা দিতে মানব সেবামূলক সংগঠন হাসির একঝাঁক তরুণরা শীতবস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন–নগরীর কোতোয়ালি–নিউ মার্কেট–স্টেশন রোড–ডিসি হিল–চেরাগি পাহাড় ও জামাল খান এলাকায়। ‘একটু হাসির একটি প্রচেষ্টা’–এই শ্লোগানকে সামনে নিয়ে দীর্ঘ ১১ বছর যাবৎ এভাবেই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাসি। হাসির প্রতিষ্ঠাতা মোছলেহ উদ্দীন মুন্নার তত্ত্বাবধানে ও আলহাজ্ব সায়েরা এয়ার মোহাম্মদ ফাউন্ডেশনের সহযোগিতায় উক্ত কর্মসূচি পালিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানব সেবামূলক সংগঠন হাসি ২০১৪ সাল হতে প্রতি বছর ঈদ বস্ত্র, শীত বস্ত্র, ইফতার সামগ্রী, শিক্ষা উপকরণ, গাছের চারা বিতরণ সহ ফ্রি চিকিৎসা সেবা ও নগরীর জনবহুল এরিয়াতে সাধারণ পথচারী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রোগী ও রোগীর স্বজন ও বিভিন্ন স্কুল মাদরাসার শিক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা করেছে। আগামীতেও হাসির সেবামূলক কার্যক্রম চালিয়ে নিতে সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, মহিউদ্দীন, তৌহিদুল ইসলাম, জমির উদ্দীন, তাসিন মুন্না, সামি, আবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।