বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি আলাওল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম শামসুল ইসলাম বলেন, এদেশের আঠারো কোটি জনসংখ্যার মধ্যে ষাট ভাগ মানুষ শ্রমজীবী। এ শ্রমিকদের কাজে লাগিয়ে বিশ্বে বড় বড় বিপ্লব হয়েছে কিন্তু শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয়নি। এ যাবৎ শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কখনো শ্রমিকের অধিকার বাস্তবায়ন হবেনা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে। আমাদের শ্রমিকরা বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনে ভূমিকা রেখেছেন। আগামীতে নির্বাচন হবে, কেউ ভোটাধিকার হরণ করতে পারবে না। তাই শ্রমিকের অধিকার আদায়ের জন্য যোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে, যারা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবে। শ্রমজীবী মানুষদের বাদ দিয়ে দেশের পরিবর্তন আশা করা যায় না। শ্রমজীবী মানুষ যে দিকে যায়, দেশও সে দিকে যেতে বাধ্য বলেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম। উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জোবাইর আহমদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন– দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ বদরুল হক, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হোছাইন, উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু তাহের।
উপজেলা শ্রমিক কল্যাণের দপ্তর সম্পাদক মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম ছানবী, সেক্রেটারী আরিফ উল্লাহ্, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, এনামুল হক জিহাদী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা শহিদ উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারী অ্যাডভোকেট জিএম সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের অর্থসম্পাদক আ.ন.ম মহি উদ্দিন প্রমুখ।