সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, পুঁথিগত বিদ্যার বাইরেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারণ নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারবো না। গত বুধবার নগরীর বাকলিয়া বাস্তহারা এলাকার মোছাম্মৎ আনোয়ারা বেগম গ্রীনসিটি জামে মসজিদ ও জামেয়া দারুল উলুম সুন্নিয়া মাদ্রাসারা হেফজখানা ও এতিমখানা ভিত্তিপ্রস্তর স্থাপনে উদ্বোধক হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন সিটি মেয়র। মোছাম্মৎ আনোয়ারা বেগম গ্রীনসিটি জামে মসজিদ নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা ঘোষণা দেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন রনির সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী বেলাল উদ্দিন, মহানগর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আকতার সওদাগর, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, সাবেক সভাপতি হাজী নবাব খান, বঙিরহাট ওয়ার্ডের সাবেক সভাপতি এস এম মুফিজুল্লাহ, কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, সহ–সাংগঠনিক সম্পাদক এম এ হাশেম, মহানগর যুব দলের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ জসিম, বাকলিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মুছা, যুবদল নেতা মোঃ জাকির হোসেন, কুতুব উদ্দিন রাজু, মহানগর যুবদল নেতা সাহাদাত হোসেন, মো. জহির, ১৯নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ নেজাম, যুবদল নেতা মোজাম্মেল হক সোহেল, মো. ফোরকান, মোঃ মামুন, মোঃ ইয়াকুব, নজরুল ইসলাম খান, বাকলিয়া থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব সেকান্দর হোসাইন সুমন, শ্রমিক দল নেতা মোঃ কবির, আনোয়ার হোসেন মানিক, ইকবাল হোসেন জুয়েল, আবু, ফারুক, রানা, নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।