বিশ্বঅলি শাহানশাহ্ শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৬তম খোশরোজ শরীফ উপলক্ষে আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ।
কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ ডিসেম্বর আলোচনা সভা দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
এরআগে ২৩ ডিসেম্বর পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে প্রথম অধিবেশনে এক বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়। উম্মে খায়ের সানজিদার সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তা ও উম্মে আল আসফিয়া।
মাহফিলে বক্তাগণ মহিলাদের সংসারের কাজকর্মের পাশাপাশি ধর্মীয় ও ত্বরিকতের শিক্ষার উপর গুরত্ত বনর্ণা করেন।দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। বটন কুমার দের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসেন, সৈয়দ মোকাম্মেল হক শাহ সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, মো. মাহাবুবুল আলম সওদাগর, মোহাম্মদ আলমগীর আলম, মো. নুরুল হুদা, মাস্টার মুহাম্মদ নাসির উদ্দিন, মাস্টার মো. আজিম উদ্দিন। সেমা মাহিফিল পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল। মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ আকরাম প্রমুখ।