জীবনে একটা মানুষ থাকুক
যে জিজ্ঞেস করবে,
কী গো মন খারাপ কেন?
কী হয়েছে?
অভিমান আর খেয়ালিপনাই
বলবো আমি তখন,
‘তাতে তোমার কী?
তোমাকে বলতে আমার বয়েই গেছে…!’
চোখে চোখ রেখে
আলতো মুচকি হেসে
ধমক দিয়ে বলবে,
‘কী করেছি আমি?’
চোখ বেঁকিয়ে দূরে গিয়ে
বলবো আমি তখন ,
সারাদিনে একবারও কি আমায়
জড়িয়ে ধরেছো তুমি?
কাছে এসে আলতো ছোঁয়ায়
জড়িয়ে বুকে বলবে সে,
দূর পাগলি..!
এই বুঝি মন খারাপের ব্যাপার?
অভিমানে বলবে সে,
ব্যস্ত ছিলাম আমি।
কই তুমি তো বুকে জড়িয়ে
ভালোবাসি বললে না একবার।
একটু হেসে বলবো তখন
এ মিষ্টি ঝগড়া খুনসুটি
থাকবে তো আমাদের
এ মিষ্টি সংসারে প্রতিদিন?
একটুখানি ভালোবেসে
বলবে সে তখন,
আমাদের এই ভালোবাসা,
খুনসুটি থাকবে আজীবন।