সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তর্বর্তী সরকার বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ দাবি জানিয়েছেন। খবর বিডিনিউজের।
একইসঙ্গে সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুন নেভানোর সময় একজনের মৃত্যু ও ২/৩ জন আহত হওয়ার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মিভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।
বুধবার গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। প্রায় দশ ঘণ্টার পর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় আগুন নেভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে।
ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আমি সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি।
নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহবান জানাচ্ছি।