ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন; যিনি দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের একজন ছিলেন। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে নাম লেখানো কংগ্রেসের বর্ষীয়ান এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯২ বছর।
বিবিসির খবরে বলা হয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রয়টার্স লিখেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভোগা সাবেক এই প্রধানমন্ত্রী এদিন বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। খবর বিডিনিউজের।
ভারতের উদার অর্থনীতির ‘স্থপতি’ হিসেবে বিবেচনা করা হয় শিখদের মধ্যে প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া মনমোহন সিংকে। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের আগে অর্থমন্ত্রী ছিলেন তিনি। জওহরলাল নেহরুর পর মনমোহন সিং ছিলেন প্রথম ব্যক্তি, যিনি প্রথমবার দায়িত্ব পালনের পর পুননির্বাচিত হয়েছিলেন। এছাড়া শিখদের মধ্যেও মনমোহন ছিলেন প্রথম রাজনীতিক, যিনি ভারতের সর্বোচ্চ পদে বসেছিলেন।
অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশে ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মনমোহন সিং; পানি আর বিদ্যুতের কোনো সরবরাহ ব্যবস্থা ছিল না প্রত্যন্ত সেই গ্রামে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি নেন। পরে অক্সফোর্ড থেকে পিএইডি করেন। তার মেয়ে দামান সিং একটি বইতে লিখেছেন, কেমব্রিজে পড়ালেখার সময়ও অর্থ সংকটে ভুগেছেন তরুণ মনমোহন সিং।