মুখাবয়ব ইকরাম আকাশ | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ নিরুত্তর স্বীকারোক্তি অবমূল্যায়িত যেনো জীবনে নামে অভিসম্পাত শীত–বসন্ত কিছুই সাড়া না জাগে আবছা মুখাবয়বের প্রতিচ্ছবি – জীবন নামের কঠিন বাস্তবতায় ভেসে উঠে। শীতল আবহের মৃদু বাতাসে কুয়াশায় তোমার মুখ আবছাতে নির্দয় এ–মন কুপোকাত হয় দেখে তোমার মায়াবী মুখ।