এক যুগ পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:৩৪ পূর্বাহ্ণ

এক যুগ পর চট্টগ্রাম নগরীর বন্দর থানার দায়ের করা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন বাবু (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-০৭।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ ডিসেম্বর) র‍্যাব -৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন বাবু চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বন্দরটিলা এলাকার কামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-০৭ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বন্দর থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন বাবু দীর্ঘ ১২ বছর ধরে পলাতক থেকে জীবনযাপন করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তার আসামি পলাতক আসামি বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামি মামলার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধস্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন বিএনপির সুফিয়ান-এনাম-মামুন