মা ও শিশু হাসপাতালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

| বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সভা গতকাল মঙ্গলবার হাসপাতালের কনফারেন্স রুমে নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভাতে হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে যেসকল আজীবন সদস্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীরা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ করে হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ এফ এম ইউসুফ, প্রতিষ্ঠাতা সেক্রেটারী প্রফেসর এ এস এম ফজলুল করিম, ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী, প্রাক্তন সহসভাপতি প্রফেসর ডা. এম নূরউন নবী, প্রফেসর ডা. নুরজাহান ভূঁইয়া, প্রাক্তন সভাপতি প্রফেসর এম এ তাহের খান কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সভায় সকল মতভেদ ভুলে এই হাসপাতালকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং একটি মেডিকেল ভিলেজ প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট ডা. .কে.এম. ফজলুল হক, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) মোহাম্মদ শহীদ উল্লাহ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এস.এম. কুতুব উদ্দীন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ডা. ফজল করিম বাবুল, ডোনার মেম্বার মোহাম্মদ হারুন ইউসুফ ও ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, মেম্বার তারিকুল ইসলাম তানবির, ডা. মো. আব্বাস উদ্দিন, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. মো. ইউসুফ, ডা. শাহনেওয়াজ সিরাজ, মোহাম্মদ আবুল হাশেম, ডা. .টি.এম. রেজাউল করিম, এস এম জাফর। সভায় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটি হাসপাতালের দায়িত্বভার গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধস্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা