ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অ্যাড আবু নাছের তালুকদার বলেছেন,ফ্যাসিবাদী সরকারের পট পরিবর্তনের পর একটি গোষ্ঠী সুন্নীদের কন্ঠ স্তব্ধ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে গঠিত অন্তবর্তীকালীন সরকারের কাঁধে ভর করে একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তিনি আরো বলেন, কোরআন–সুন্নাহর আদর্শে গঠিত ইসলামী ফ্রন্ট সন্ত্রাস, জঙ্গিবাদসহ অন্যায়–জুলুমের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় তিন দশকের অধিককাল রাজপথে সরব–সক্রিয়তার মধ্য দিয়ে জনমত সৃষ্টির অহর্নিশ প্রয়াস–প্রচেষ্টা অব্যাহত রাখছে। গত ২১ ডিসেম্বর দেওয়ান হাট চত্বরে ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন নেজামীর সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল কবির রেজভীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ ইউনুচ তৈয়বী যুক্তিবাদী।বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের মজলিসে শূরার সদস্য আমান উল্লাহ আমান সমরকন্দী। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আযম। বক্তব্য রাখেন আবু তাহের নিজামী, সৈয়দুল হক সাঈদ কাজেমী, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ কামাল উদ্দিন রেজভী, সালাউদ্দিন খোকন। উপস্থিত ছিলেন নুরুছাফা আল কাদেরী, হাফেজ নুরুল আলম, কে.এম নুর উদ্দিন চৌধুরী, আবদুল খালেক আল কাদেরী, মাহবুবুল আলম আল কাদেরী, মাস্টার বদিউর রহমান, হাফেজ আনছারুল হক, ইব্রাহিম এমদাদ, মাস্টার মুহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার বাহার উল্লাহ, মহিউদ্দিন মনির, জানে আলম ফারুকী, মুফতি আনিসুর রহমান রেজভী, মুহাম্মদ আলাউদ্দিন খান, কামাল উদ্দিন আল কাদেরী, সরোয়ার মোরশেদ টিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি












