চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে রাউজানে মানববন্ধন

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

রাউজান পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মগদাই বাজারে চাঁদাবাজ, সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই কর্মসূচিতে বক্তারা দাবি করেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে রাউজানে সন্ত্রাস, চাঁদাবাজিতে যারা জড়িত ছিল তারা রাজনীতির খোলস পাল্টিয়ে আবার পুরানো স্টাইলে সন্ত্রাস চাঁদাবাজিতে নেমেছে। তাদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি নিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে মাঠে নামবে দলের নেতারা। তারা অভিযোগ করেন, এখন রাউজানকে অস্থিতিশীল করতে কৌশলে সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে এলাকা থেকে পালিয়ে যাওয়া জুলুমবাজ বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বাররা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পশ্চিম গুজরা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশীদ সিকদার, সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, মোহাম্মদ বশির, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহানারা বেগম, যুবদল নেতা আমির আলী, নুরুল আমিন ফারুকী, জাগের আহমেদ মেম্বার, শামসুল আলম মেম্বার, আবদুল মান্নান মাস্টার, আতিকুল্লাহ, মাহবুব আলম, মোহাম্মদ এরশাদ, জামাল সিকদার, আজগর হোসাইন। যুবদল নেতা নেছারুল হায়াত খানের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াছ, নুরুল আকতার, লোকমান হোসেন, রবিউল হাসান ফারুকী, এসকান্দার হোসাইন, জাহাঙ্গীর আলম, আবদুল কাদের, মোহাম্মদ সোহেল, আবদুর রশিদ ঘড়ি, কাজী আবু বকর চৌধুরী, শহিদুল ইসলাম, শহিদুল্লাহ, মোহাম্মদ ইয়ার খান, রবিউল হোসেন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ নাজুল হক, রফিক সিকদার, এনামুল হক, মোহাম্মদ দিদার কামাল, সেলিম সিকদার, মোহাম্মদ শাহজাহান, বখতিয়ার, সালাউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএনসিএল টি-টোয়েন্টিতে রংপুর চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় বার্ষিক শিক্ষক সভা