যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন। চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর গত রোববার রাতে মিউনিসিপাল মডেল হাই স্কুল মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতি আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধীন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন মবিন, তামালকুন্ডি লাইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ৩১ নং ওয়ার্ডের বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। এবারের টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় জিয়া স্মৃতি সংসদ এবং তারেক জিয়া ফুটবল একাদশ।