কাপ্তাই রাইরেফল ক্লাবের উদ্যোগে বিজয় দিবস শ্যুটিং প্রতিযোগিতা ওয়াগ্গাছড়া চা বাগানে অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা বিজয় দিবস শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেন। পয়েন্ট ১৭৭ এবং পয়েন্ট ২২ বোর রাইফেলের সাহায্যে আনুষ্ঠানিকভাবে শ্যুটিং প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এবং কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ–সভাপতি রহমত উল্যাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহজমেদ, কেপিএম মহিলা ক্লাবের সভানেত্রী উম্মে আয়মন তুহিন এবং ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী। পরে শ্যুটিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।