বোয়ালখালীতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মো. ইমরান (১৮) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড সৈয়দপুর গ্রামের ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ইমরানের বাড়ি রাঙামাটি জেলার বাশিন্যাদম ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। গত চার বছর ধরে তার পরিবার বোয়ালখালীর ওই ভাড়া বাসায় বসবাস করেন। নিহত ইমরান পেশায় দিনমজুর।
নিহতের মা মোর্শেদা বেগম বলেন, গত এক বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। তার সাথে প্রতিনিয়ত বাকবিতণ্ডা হতো। গত পাঁচ মাস আগে একবার মেয়েটির সাথে ঝগড়া হলে ইমরান বিষপান করে। কিন্তু সে যাত্রায় বেঁচে গেলেও এবার সে বাঁচতে পারেনি। আমি ও তার বাবা পাশের ঘরে গেলে সে এই সুযোগে সামনের কক্ষের ফ্যানের সাথে উড়না প্যাচিয়ে গলায় ফাঁস দেয়। অভিযুক্ত মেয়েটির সাথে কথা বললে তিনি বলেন, তার সাথে আমার ইমুতে কথা হয়। সে আমাকে তার এক আত্মীয়ের বিয়ের দাওয়াত দেয়। আমার সাথে কোন ঝগড়া বিবাদ হয়নি। সে স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বলেছিল।
ইমরানের বড় ভাই আরমান বলেন, আমি একটি ফ্যাক্টরিতে চাকরি করি। চাকরি থেকে এসে ঘরের দরজা খুলতেই দেখি সে ঘরের সামনের কক্ষে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে মা বাবাকে ডেকে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তোফায়েল আহমদ রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তদন্ত প্রতিবেদন পেলে সঠিক জানা যাবে কী হয়েছে।