ফয়েজ আহমদ চৌধুরী

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার লোহাগাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ চৌধুরী আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি নগরীর খুলশী এলাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর লোহাগাড়া জমিদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মিলন দত্ত
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল