নগরের হামিদচর এলাকা থেকে মো. জসিম উদ্দিন (২৮) নামে যৌতুকের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত আড়াইটায় তাকে গ্রেপ্তার করা হয়। জসিম উদ্দীন খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার নিউ অযোধ্যা এলাকার মৃত মো. বাদশা মিয়ার ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন সাংবাদিকদের জানান, জসিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (যৌতুকের মামলা) একটি মামলা রয়েছে।